↪️ বাহিরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার...? _✍️ইলাল উখতিল মুসলিমা




 ↪️ বাহিরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার...?


অনেক বোন জিলবাব–খিমার, হাত মোজা,পা মোজা পরেন, কিন্তু বাইরে যাওয়ার সময় ঠিকই সুগন্ধি ব্যবহার করেন। অথচ হাদিসে এমন মহিলার ওপর অভিশাপ দেওয়া হয়েছে৷ এমন মহিলা জান্নাতের ঘ্রাণও পাবে না।আবু দাউদের এক হাদিসে আছে,


| ‘যে নারী সুগন্ধি লাগিয়ে বাইরে বের হয়, এরপর লোকজন পাশ দিয়ে অতিক্রম করলে তারা সুঘ্রাণ পায়, সে ব্যভিচারিণী।’ 


আমরা নিশ্চয়ই এমন পরিচয় চাইব না। পারফিউমের খুব শখ থাকলে কারও বাড়িতে বেড়াতে গেলে ছোট্ট পারফিউম হাতের ব্যাগে করে নিয়ে যাওয়া যায় এবং যাতে পরপুরুষ ঘ্রাণ না পায়, সেভাবে ঘরের ভেতরে গিয়ে স্প্রে করা যায়।

ইলাল উখতিল মুসলিমা___✍️

No comments

Theme images by Storman. Powered by Blogger.