‘প্রতিদিনের মতো সে-ই রাতেও আমরা দু'জন অশ্লীল চ্যাটে মগ্ন ছিলাম || দু‘আ কবুলের গল্প,পর্ব-০২ || Foyjul Bari Chowdhury

 



    [২]

পত্রিকা পড়ার অভ্যাস আমার নেই বললেই চলে। তবুও মাঝে মাঝে পড়ার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। হঠাৎ একটি শিরোনামের উপর চোখ আটকে গেল। শিরোনামটি এমন, “মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক যুবকের মৃত্যু” শিরোনামের ঠিক নিচেই একটি ছবি সংযুক্ত করা। ছবিতে একজন যুবককে সিজদাহ্ রত অবস্থায় দেখা যাচ্ছে। আর পাশেই ও-ই যুবকের একটি ছোট্ট ছবি লাগানো। আমার আর চিনতে অসুবিধা হলো না। এটা সে-ই ছেলে যার সাথে আমার ট্রেনে সাক্ষাৎ হয়েছিল। সেদিন ঘুম থেকে উঠে ছেলেটিকে আর পাশে পেলাম না। প্রায় একমাস হতে চললো ছেলেটির বলা গল্পের জন্য নাম খুঁজছি কিন্তু কিছুতেই মনমতো খুঁজে পাচ্ছিলাম না। ছেলেটির বলা গল্পটি আমার প্রকাশিতব্য বইয়ে দেওয়ার ইচ্ছে আছে কিন্তু সুন্দর একটি নামের অভাবে তা এখনও যোগ করা হয়নি। তবে এখন মনে হচ্ছে তার গল্পের জন্য কাঙ্ক্ষিত নাম পেয়েছি। “দু‘আ কবুলের গল্প” অস্ফুট স্বরে বললাম। 




হঠাৎ ভাবনার মাঝে ছেদ পড়লো। অর্ধাঙ্গিনী কোরআন তিলাওয়াত করছে। কোরআনের চমৎকার এক আয়াত তিলাওয়াত করছে যা বর্তমান মুহুর্তের সাথে হুবহু মিলে যাচ্ছে। আর তা হলো, সূরা যুমারের ৫৩ নাম্বার আয়াত- 


“বলুন, 'হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।”




     || দু‘আ কবুলের গল্প ||

~ Foyjul Bari Chowdhury

No comments

Theme images by Storman. Powered by Blogger.